ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মিললো প্রেমিক যুগলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, অক্টোবর ১৬, ২০২০
গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মিললো প্রেমিক যুগলের মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপুর পল্টন পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, ওই এলাকার দানেজ আলীর স্ত্রী আলেয়া (৩৯) এবং বাছেদের ছেলে শাহজাহান (৩৫)।

স্থানীয়রা জানায়, তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো। দেড় মাস আগে তারা বাড়ি থেকে পালিয়ে যান। বুধবার ১৪ অক্টোবর তারা ফিরে আসেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ নিয়ে সালিশ হওয়ার কথা ছিল।

মৃত আলেয়ার বাবা দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে শাহজাহানের শ্বশুরবাড়ির লোকজন তাদের দুইজনকে মারধর করেন। ওইদিন রাত থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির গোয়াল ঘরে তাদের দুইজনকে একসঙ্গে ওড়না দিয়ে বাঁধা এবং গলায় রশি ঝুলানো ছিল খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তবে এটি পরিকল্পিত হত্যা বলে দেলোয়ার হোসেন জানিয়েছেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কিন্তু মৃত আলেয়ার বাবার দাবি এটি হত্যা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।