ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নিষেধ অমান্য করে ইলিশ ধরায় চৌহালীতে ৩ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, অক্টোবর ১৬, ২০২০
নিষেধ অমান্য করে ইলিশ ধরায় চৌহালীতে ৩ জেলের কারাদণ্ড প্রতীকী

সিরাজগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তিনজন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত তিন জেলে হলেন- উপজেলার উপামরপুর ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মৃত আব্দুস সালাম মণ্ডলের ছেলে সেলিম মণ্ডল (২৪), একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২১) ও হারুনার রশিদের ছেলে কাওসার (২২)।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন বাংলানিউজকে জানান, ভোরে যমুনা নদীর ধুবুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।