ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

লংগদুতে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, অক্টোবর ১৫, ২০২০
লংগদুতে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা প্রতীকী

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মানিক মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক বাবা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুহাম্মদ নূর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত মানিকের বাড়ি ওই উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি, জামতলা এলাকায়।

ওসি সৈয়দ মুহাম্মদ নূর জানান, ভিকটিমের বাবা বুধবার (১৪ অক্টোবর) রাতে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মানিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করে। পরে ওইদিন রাতেই আটারকছড়া ইউনিয়নের ভাঙ্গামোড়া এলাকা থেকে অভিযুক্ত যুবক মানিককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোলা হয়। শুনানি শেষে পরবর্তী তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।