ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, মার্চ ২১, ২০২০
লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস আতঙ্কে নারায়ণগঞ্জ বন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসব বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল স্নানোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি বছর এ স্নানে দেশ-বিদেশের লাখ লাখ পূণ্যার্থী হাজির হন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণেই লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ রাখা হয়েছে।

তিথি অনুযায়ী, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে ৩১ মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয়ে পরদিন ১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত স্নানের কথা ছিল।

ভক্তদের বিশ্বাস মতে তিথির নির্দিষ্ট সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ইইউডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।