ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় সেইফ এন সেইভকে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৯, মার্চ ২১, ২০২০
খুলনায় সেইফ এন সেইভকে ৩ লাখ টাকা জরিমানা

খুলনা: খুলনার নিউ মার্কেট এলাকার ‘সেইফ এন সেইভ’ চেইন শপকে বিভিন্ন অনিয়মে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাত ১০ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় চলমান করোনা ভাইরাস ইস্যু ও উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বাজার মনিটরিং অভিযান চালানো হয়। অভিযানের এক সময় সেইফ এন সেইভে অত্যধিক মূল্যে পণ্য বিক্রি ও চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধ ধরা পড়ে। কেক ও মিষ্টান্ন তৈরির কিচেনে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পাওয়া যায়। এক কথায় তেলাপোকার অভয়ারণ্য বলা যায়।  

তিনি আরও জানান, করোনা ভাইরাস বিষয়ে সচেতনতার সময়েও তারা ওয়াশরুমে কোনো সাবান, হ্যান্ড ওয়াশ রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি। এছাড়া পঁচা ও নিম্নমানের ফল বিক্রি করছে। এ সকল অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদস্যরাও অংশ নেয়।

এর আগে ২০১৯ সালে ১১ মে একই  প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা ও ২০১৬ সালে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমআরএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।