ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, মার্চ ২০, ২০২০
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজুয়ান হোসেন (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে  এ দুর্ঘটনা ঘটে।

রেজুয়ান হোসেন উপজেলার গনেশপুর  গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেজুয়ান হোসেন বাড়িতে জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে করে পাঁচবিবি বাজারের দিকে আসছিলেন। পথে পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খামারের ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান।

পথচারীরা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত (ওসি) মনসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।