ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে করোনা মোকাবিলায় সতর্কতামূলক মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, মার্চ ২০, ২০২০
পঞ্চগড়ে করোনা মোকাবিলায় সতর্কতামূলক মাইকিং

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত ২০ দিনে বিদেশফেতর ১৭ জনকে জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে হোম কোয়ারেন্টিনে রাখার পর এবার জেলা পুলিশের পক্ষ থেকে করোনা মোকাবিলায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরের পর থেকে পঞ্চগড় জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এ মাইকিং চালানো হয়।

এসময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান করা হয়।

পরিষ্কার পরিচ্ছন্নসহ খাওয়ার আগে হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।  

এছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা সবাইকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়। যদি কেউ প্রশাসনের এ নির্দেশ অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইন অমান্য করার অপরাধে ৬ মাসের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী বাংলানিউজকে জানান, জেলার মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনা মোকাবিলায় আমরা এ প্রচারণা চালাচ্ছি। যদি কেউ আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।