ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে যৌন পল্লি শাটডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, মার্চ ২০, ২০২০
টাঙ্গাইলে যৌন পল্লি শাটডাউন

টাঙ্গাইল: করোনা ভাইরাসরোধে দেশের বৃহত্তর টাঙ্গাইলের যৌন পল্লি শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে ৩১ মার্চ পর্যন্ত শাটডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 

শুক্রবার রাতে শহরের কান্দাপাড়া যৌন পল্লিতে প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা চাল বিতরণের সময় এ নির্দেশ দেওয়া হয়।  

নির্দেশে বলা হয়- ৩১ মার্চের মধ্যে কোনো যৌনকর্মী বাইরে যেতে বা কোনো বাইরের লোক যৌন পল্লিতে প্রবেশ করতে পারবে না।

কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এ সময়ে যৌন কর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।  

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদুল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।