ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজারহাটে ছেলের কুড়ালের কোপে মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মার্চ ২০, ২০২০
রাজারহাটে ছেলের কুড়ালের কোপে মায়ের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের কুড়ালের কোপে মিনি আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই মানসিক ভারসাম্যহীন মন্তাজুলকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত মিনি আক্তার পান্থাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় মিনি আক্তার তার নিজের ঘরে নামাজ পড়ারত অবস্থায় ছিলেন। এমতাবস্থায় আকস্মিক তার  মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল ঘরে থাকা কুড়াল দিয়ে মায়ের গলায় কোপ দেয়। এতে মিনি আক্তারের গলা কেটে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মন্তাজুল কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। অনেক চিকিৎসার পর বর্তমানে তাকে বাড়িতে বেঁধে রেখে কবিরাজী চিকিৎসা করাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ঘটনার সময় তার হাত-পায়ের বাঁধন খোলা ছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃঞ্চ কুমার সরকার বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মন্তাজুলকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মন্তাজুল মানসিক রোগী।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।