ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে হোম কোয়ারেন্টিন না মানায় নারীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, মার্চ ২০, ২০২০
বাগেরহাটে হোম কোয়ারেন্টিন না মানায় নারীর জরিমানা

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে হোম কোয়ারেন্টিন না মানায় বিদেশফেরত এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরিবারের লোকদের ওই নারীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার আদেশ দেওয়া হয়েছে। 

ভারত থেকে এসে প্রশাসনের নির্দেশমত হোম কোয়ারেন্টিনে না থাকায় ফকিরহাট উপজেলার প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা এ আদেশ দেন। এ নির্দেশনা না মানলে পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা জানান, ওই নারী ১৬ মার্চ ভারত থেকে দেশে এসেছেন। নিয়ম অনুযায়ী তার হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তিনি তার এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে প্রথমে বোঝানো হয়েছে। তারপরও তিনি হোম কোয়ারেন্টিনে থাকতে রাজি হননি। তাই আইনের প্রয়োগ করা হয়েছে। তারপর পরিবারের লোকদের ওই নারীর হোমকোয়ান্টিন নিশ্চিত করার ব্যবস্থা করতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।