ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

মাধবদীতে ট্রাক-পিকাপ সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, মার্চ ২০, ২০২০
মাধবদীতে ট্রাক-পিকাপ সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার (২০ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার ভগীরথপুর এলাকার একটি মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে কাপড় ব্যবসায়ী আব্দুল বারেক (৫৬) এবং অপর অজ্ঞাতনামা ব্যক্তি (৩০)।

হতাহতরা দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার শেখের চরের খুচরা কাপড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, নরসিংদী সদর উপজেলার কান্দাইল থেকে একটি পিকাপ ভাড়া করে শেখেরচর বাবুর হাটে যাচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।  

মাধবদী থানার উপ-পুলিশ (এসআই) পরিদর্শক মীর কায়েস বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকাপভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।