ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রামগঞ্জ-রামগতিতে হোম কোয়ারেন্টিন না মানায় ৩ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, মার্চ ১৯, ২০২০
রামগঞ্জ-রামগতিতে হোম কোয়ারেন্টিন না মানায় ৩ জনকে জরিমানা

লক্ষ্মীপুর: বিদেশ থেকে দেশে ফিরে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতি উপজেলায় হোম কোয়ারেন্টিন না মেনে অবাধে চলাফেরা করায় তিন প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ড প্রাপ্ত তিনজন হলেন- রামগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের প্রবাসী মো. লিটন, ফতেহপুর গ্রামের আবু নোমান ও রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের সৌদি প্রবাসী জসিম উদ্দিন।

এদিকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা ভঙ্গ করায় দুপুরে রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের সৌদি প্রবাসী জসিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জসিমকে এ জরিমানা করেন।

রামগঞ্জের ইউএনও মুনতাসির জাহান ও রামগতির ইউএনও আবদুল মোমিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।