ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

শুক্রবার থেকে পীরগঞ্জে হাট-বাজার-হোটেল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মার্চ ১৯, ২০২০
শুক্রবার থেকে পীরগঞ্জে হাট-বাজার-হোটেল বন্ধ

রংপুর: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রংপুরের পীরগঞ্জ উপজেলার হাট-বাজারসহ সব হোটেল, রেস্তোরাঁ শুক্রবার (১৮ মার্চ) থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম এ মমিনকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


সভায় বক্তব্য দেন ইউএনও মমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মো. মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল ও রওশন আরা আলম রীনা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাসুমুর রহমান মাসুম প্রমুখ।
সভায় বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠানে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান পরিহারের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।  

সভা শেষে ইউএনও’র নেতৃত্বে কমিটির সদস্যরা পীরগঞ্জ উপজেলা সদরের সব হাট-বাজার বন্ধ রাখার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।