ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সোনাগাজীতে ৩ পোল্ট্রি খামার মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, মার্চ ১৯, ২০২০
সোনাগাজীতে ৩ পোল্ট্রি খামার মালিককে জরিমানা

ফেনী: ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে তিন পোল্ট্রি খামার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ইউএনও অজিত দেব জানান, খালের পানি ও পরিবেশ দূষণের অভিযোগে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আবদুর রশিদ ভূঞার ছেলে আজগর হোসেন ভূঞাকে ১০ হাজার টাকা, মঙ্গলকান্দি ইউনিয়নের মীর্জাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. লিটনকে ১০ হাজার টাকা ও সফরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, এর আগে পোল্ট্রি খামার মালিকদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারা পোল্ট্রির বর্জ্য ব্যবস্থাপনা না করে প্রবাহমান খালের পানিতে ফেলে খালের পানি ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে আসছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ওই তিন ব্যক্তি দোষ স্বীকার করায় তাদের জরিমানা করা হয়।

উপজেলার আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের দু’টি খালের পাশে শতাধিক পোল্ট্রি খামার গড়ে তুলেছে বিভিন্ন খামার মালিকরা। এরমধ্যে বেশ কয়েকজন খামার মালিক বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করলেও অধিকাংশ খামার মালিক বর্জ্য ব্যবস্থাপনা না করে খালের পানিতে বর্জ্য ফেলে আসছে। ফলে খালের পানির উৎকট গন্ধে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। এছাড়া কৃষির সেচ কাজে খালের পানিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।