ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় ২ কোচিং সেন্টারকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫১, মার্চ ১৯, ২০২০
খুলনায় ২ কোচিং সেন্টারকে জরিমানা

খুলনা: করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের সরকারি ঘোষণা উপেক্ষা করে খুলনায় চলছে পাঠদান, খোলা রয়েছে কোচিং সেন্টার।

এমন খবরের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) বিকেলে মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড, আহসান আহমেদ রোড, পিটিআই মোড়, বয়রা সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুলনার কিছু কোচিং সেন্টার খোলা পাওয়া যায়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখা ও নিবন্ধন না থাকার অপরাধে শহরের সপ্তর্ষী বিদ্যাপীঠ ও ইন্টার এইড কোচিংকে আর্থিক দণ্ড দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা রাখবে না এই শর্ত জুড়ে দেওয়া হয়। অভিযানে জেলা আনসার ব্যাটালিয়ন অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।