ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

মাজার জিয়ারত করা হলো না তাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, মার্চ ৬, ২০২০
মাজার জিয়ারত করা হলো না তাদের

ব্রাহ্মণবাড়িয়া: বাতাসে লাশের পোড়া গন্ধ। সড়কজুড়ে উৎসুক মানুষের ঢল। সবার দৃষ্টি ছিল শুধু সেই মাইক্রোবাসটির দিকে। ১০ জন যাত্রী নিয়ে যে মাইক্রোবাসটি মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিল। 

কিন্তু শুক্রবার (০৬ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাটি কালিসীমা এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়।

এসময় অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত ও চারজন আহত হন।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাইক্রোবাসটি দুমড়ে-মুছড়ে ও আগুন লেগে পুড়ে গেছে। নিহত যাত্রীরা অগ্নিদগ্ধ হয়ে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না সংশ্লিষ্টদের। সড়কে ছিটিয়ে আছে গাড়ির ভাঙা গ্লাস। সড়কের বিপরীত পাশে পড়ে লিমন পরিবহনের বাসটি। যার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিভে যায় ছয়টি জীবন প্রদীপ।

স্থানীয়রা বাসিন্দা আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, মাইক্রোবাসটিতে আগুন লেগে যাওয়ায় চারদিক আলোকিত হয়ে উঠেছিল। আশপাশের লোকজন এসে প্রথমে চার জনকে বের করতে পারলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় অন্যদের বের করতে পারে নি। দাউ-দাউ করে আগুন জ্বলছিল তখন।  

পলাশ নামে আরেকজন বাসিন্দা বাংলানিউজকে বলেন, বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘটনাস্থলে এসে দেখি মাইক্রোবাসে আগুন। রাত গভীর হওয়ায় তাদের উদ্ধারের জন্য আশেপাশে তেমন কেউ ছিল না। প্রায় ৩০ মিনিট পর উদ্ধারকারী দল এসে আগুন নিভিয়ে অগ্নিদগ্ধদের গাড়ি থেকে বের করে। এর আগেই পুড়ে শেষ হয়ে যায় ছয়টি জীবন প্রদীপ।

** বিজয়নগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।