ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, মার্চ ৬, ২০২০
আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় পিন্টু (৪৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টিটু টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাচুরীয়া গ্রামের কাজী সাজেদ আলীর ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বাংলানিউজকে জানান, টাঙ্গাইলের নগরপুর থেকে মোটরসাইকেলে করে মিরপুর যাচ্ছিলেন টিটু। রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান তিনি। এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস টিটুকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, নিহত টিটুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।