ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে ভারতীয় হাই কমিশনের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, মার্চ ৩, ২০২০
শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে ভারতীয় হাই কমিশনের শোক

ঢাকা: রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন। 

মঙ্গলবার ( ৩ মার্চ) ভারতীয় হাই কমিশন এক বার্তায় এ শোক প্রকাশ করে।

শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করছি। ’

মঙ্গলবার সকালে ভদন্ত শুদ্ধানন্দ মহাথের শেষ নিশ্বাস ত্যাগ করেন। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ায় এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। ভদন্ত শুদ্ধানন্দ মহাথের প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের'র স্বনামধন্য শিষ্য।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।