ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

বেকারিতে অ্যামোনিয়া, ৪ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, মার্চ ২, ২০২০
বেকারিতে অ্যামোনিয়া, ৪ জনকে কারাদণ্ড

বরিশাল: বরিশালের হিজলায় একটি বেকারিতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া পাওয়ায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ মার্চ) জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম।

তিনি জানান, হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের হরিণাথপুর বাজারে লঞ্চঘাট সংলগ্ন মেসার্স আকন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার করে কেক তৈরির সময় ৪ জনকে আটক করা হয় এবং ১৫ কেজি অ্যামোনিয়া জব্দ করা হয়। আটক ৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে ২ জনকে তিন মাস, ১ জনকে দুই মাস ও অপর ১ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আমীনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।