ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

প্রাথমিকে নিয়োগের প্যানেল গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, মার্চ ২, ২০২০
প্রাথমিকে নিয়োগের প্যানেল গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেল গঠনের দাবি জানিয়েছেন নিয়োগ প্রত্যাশীরা। এ দাবিতে মঙ্গলবার (০৩ মার্চ) লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে নিয়োগপ্রত্যাশীদের সংগঠন প্যানেল বাস্তবায়ন কমিটি। 

সোমবার (০২ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

এতে বলা হয়েছে, ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা দিলেও অনেককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়নি।

সরকারি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে পদ শূন্য থাকা সাপেক্ষে পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার নজির রয়েছে।  

অথচ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ থাকা স্বত্ত্বেও প্যানোল গঠনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনো কাজ হয়নি।  

প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল গঠনের মাধ্যমে শিক্ষক নিয়োগ চাই। এ বিষয়ে মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।