ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, ফেব্রুয়ারি ২২, ২০২০
রাজশাহীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

রাজশাহী: রাজশাহী মহানগরের বিনোদপুর বাজার এলাকায় ট্রাকচাপায় আমজাদ হোসেন (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আমজাদ মহানগরের ডাঁশমারী পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

তিনি বিনোদপুর বাজারের নৈশপ্রহরী ছিলেন।

রাজশাহী মহানগরের মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত কুমার পাল বাংলানিউজকে জানান, ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে এক রিকশাচালকের সঙ্গে কথা বলছিলেন আমজাদ। এ সময় নাটোর থেকে রাজশাহী অভিমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় লাফিয়ে দূরে গিয়ে পড়ে কোনো রকমে প্রাণে রক্ষা পান ওই রিকশাচালক।  

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি এখনও পর্যন্ত জব্দ করা যায়নি। তবে দুর্ঘটনার সময় তার চালক ঘুমন্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে নিশ্চিত করেছে।

সুকান্ত কুমার পাল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।