ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ধনবাড়ীতে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, ফেব্রুয়ারি ২, ২০২০
ধনবাড়ীতে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় হুমায়ুন কবীর (৪০) ও অজ্ঞাতপরিচয় (৪৫) নামে দুই পথচারী নিহত হয়েছেন।

রোববার (০২ ফেব্রুয়ারি) ভোরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ীর পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে মর্গে পাঠানো হয়েছে।

মৃত হুমায়ুন কবীর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি গ্রামের সুরুজ্জামানের ছেলে, অপরজনের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে জামালপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে আসার আগে পেছন থেকে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।