ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, জানুয়ারি ২৫, ২০২০
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ধামরাই (সাভার): ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মতিউর রহমান (৫৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া সড়কের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড় হিস্যা জালসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মতিউর রহমান ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের আমছিমুড় গ্রামের বাসিন্দা।

তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে কালামপুর-সাটুরিয়া সড়কের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড় হিস্যা এলাকায় জালসা বাজারে একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক মতিউর রহমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো. পান্নু মিয়া বলেন, রাতেই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ