ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

সোনামসজিদে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, জানুয়ারি ২৩, ২০২০
সোনামসজিদে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক স্বর্ণের বারসহ পাচারকারী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্টে ভারতে পাচারের সময় তিনটি স্বর্ণের বারসহ আলী (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। আটক আলী ফেনী জেলার রামপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সোনামসজিদ কাস্টমস গোয়েন্দা বিভাগের সুপার শাহজাজাহান আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সোনামসজিদ জিরো পয়েন্টে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের তল্লাশি চৌকিতে নিরাপত্তা জোরদার করা হয়। এসময় সন্দেহভাজন আলীকে তল্লাশি করে তার পায়ের মোজার ভেতরে লুকানো তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারতের মালদা শহরে স্বর্ণগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানায়।

তিনি আরও জানান, প্রতিটি বারের ওজন একশ গ্রাম । যেগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আটক আলীর  বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।