ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, জানুয়ারি ১৮, ২০২০
রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় ডিস সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মাতুব্বর (৪০) নামে এক ক্যাবল অপারেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রিপন উপজেলার শ্রীনদীর মহিষের চর এলাকার মৃত বজলু মাতুব্বরের ছেলে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার শাখারেরপাড় আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর আনন্দবাজার এলাকায় ডিস সংযোগের কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের অফিসার উর্মি বৈরাগী বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।