ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের চুক্তি সই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৭, জানুয়ারি ১৫, ২০২০
শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের চুক্তি সই

ঢাকা: জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার যৌথ অর্থায়নে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেবিচকের কার্যালয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং এডিসির পক্ষে মিতসুবিসি করপোরেশনের জেনারেল ম্যানেজার ইয়াসুনোরি সাকামোতো।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতোশি হিরাতা প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৮ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।