ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় ইয়াবাসহ একই পরিবারের চার সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, ডিসেম্বর ২২, ২০১৯
গাইবান্ধায় ইয়াবাসহ একই পরিবারের চার সদস্য আটক একই পরিবারের চার সদস্য আটক

গাইবান্ধা: গাইবান্ধায় ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক পরিবারের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা  (ডিবি) পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের কুপতলা স্কুলের বাজার গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন ওই গ্রামের  মাদক ব্যবসায়ী আকরামুল ইসলাম মঞ্জু (৪৮),  স্ত্রী কল্পনা বেগম (৪৩), ছেলে আরিফ মিয়া (২৫) এবং মেয়ে লিপি (২৩)।

 

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বাংলানিউজকে জানান, ওই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদে সন্ধ্যায় তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘন্টা, ডিসেম্বর ২২,২০১৯
এসএমএকে/ এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।