ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, ডিসেম্বর ২০, ২০১৯
রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গা সংকট তুলে ধরে তুরস্ক সরকারের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের সঙ্গে এক বৈঠকে এ সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত।

বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় রোহিঙ্গা সংকটে তুরস্কের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা  দেওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। এ সংকট সমাধানে তুরস্কের সহায়তা চান তিনি।

বৈঠকে ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউ রোডের বিপরীতে প্রতিদান স্বরূপ তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোডের নামকরণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ড. মোমেন।

এছাড়া বৈঠকে দু’দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ, শিক্ষা, আইসিটি খাত, প্রতিরক্ষা, এনার্জি, সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।