ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফের মায়ের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, ডিসেম্বর ১৩, ২০১৯
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফের মায়ের ইন্তেকাল

ফেনী: ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভীর মা আমিনা আক্তার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের বারাহীপুর ভূঞা বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় গণমাধ্যমকর্মী, বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

এর আগে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফেনীর মিজান রোডের ফজল মাস্টার লেনে ভূঞা মঞ্জিলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ফেনীর বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।