ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, ডিসেম্বর ১৩, ২০১৯
খুলনায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

খুলনা: খুলনায় ট্রাকের ধাক্কায় মফিজুল তরফদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কয়রা-পাইকগাছা রোডের শিববাটি ব্রিজের সামনে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মফিজুল পাইকগাছার লক্ষ্মীখোলার মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে।

মফিজুলের খালাতো ভাই নজরুল ইসলাম বলেন, খুলনা থেকে মাছ বিক্রি করে ভোরে মফিজুল ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। মফিজুল বাগদা চিংড়ি মাছ ব্যবসায়ী ছিলেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বাংলানিউজকে বলেন, কৃষি কলেজের সামনে রাখা একটি ট্রাকে ছিলেন মফিজুল। এ সময় খুলনা থেকে কয়রাগামী পাথর বোঝাই অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থানেই মফিজুল মারা যান।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩ , ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।