মঙ্গলবার (৭ মে) বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানে মডার্ন ড্রাগস স্টোরে ৬ টাকার প্যাথেডিন ২৫০ টাকায় এবং ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। নির্ধারিত মূল্যের বেশি দামে ওষুধ বিক্রি করার অপরাধে ওই ফার্মেসির মালিক রাজিব হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ০৭, ২০১৯
জিপি