ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হকারদের আন্দোলনে অচল গুলিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মে ৭, ২০১৯
হকারদের আন্দোলনে অচল গুলিস্তান

ঢাকা: পুনর্বাসনের দাবিতে হকারদের আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজধানীর গুলিস্তানসহ আশপাশের এলাকা। 

মঙ্গলবার (৭ মে) সকাল ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে হকার্স ইউনিয়ন।

হকার্স ইউনিয়নের নেতারা বলেন, আমরা চার মাস ধরে বেকার।

আমাদের কোনো আয় নেই। বউ-ছেলে-মেয়ে নিয়ে কঠিন দুরবস্থার মধ্য দিয়ে দিনযাপন করছি। মেয়র আমাদের ব্যবস্থা না করা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।  

তারা আরো বলেন, আমরা যে যেখানে বসতাম, সেখানে বসার অনুমতি দেওয়া হোক। আমরা এ দেশেরই নাগরিক। আমাদের জন্য ফুটপাতের তিন ভাগের এক ভাগ ব্যবসার জন্য দেওয়া হোক। বিনিময়ে আমরা সরকারকে নিয়ম অনুযায়ী টাক্স দেবো।

হকার্স ইউনিয়নের নেতাদের কাছ থেকে জানা যায়, গুলিস্তান ছাড়াও যাত্রাবাড়ী, জুরাইন, ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ করছেন হকাররা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাসেম কবির, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।         

হকাররা ডিএসসিসি, গোলাপ শাহ মাজারে সামনে অবস্থান করায় এ অঞ্চলের সব যানবাহন বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে এসময় হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।  

বাংলাদেশের সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।