মঙ্গলবার (৭ মে) সকাল ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে হকার্স ইউনিয়ন।
হকার্স ইউনিয়নের নেতারা বলেন, আমরা চার মাস ধরে বেকার।
তারা আরো বলেন, আমরা যে যেখানে বসতাম, সেখানে বসার অনুমতি দেওয়া হোক। আমরা এ দেশেরই নাগরিক। আমাদের জন্য ফুটপাতের তিন ভাগের এক ভাগ ব্যবসার জন্য দেওয়া হোক। বিনিময়ে আমরা সরকারকে নিয়ম অনুযায়ী টাক্স দেবো।
হকার্স ইউনিয়নের নেতাদের কাছ থেকে জানা যায়, গুলিস্তান ছাড়াও যাত্রাবাড়ী, জুরাইন, ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ করছেন হকাররা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাসেম কবির, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।
হকাররা ডিএসসিসি, গোলাপ শাহ মাজারে সামনে অবস্থান করায় এ অঞ্চলের সব যানবাহন বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে এসময় হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
বাংলাদেশের সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
আরকেআর/আরবি/