মঙ্গলবার (৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোশাররফ ওই গ্রামের মরছব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি আম গাছে মোশাররফের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমআরএ/এসআরএস