মঙ্গলবার (৭ মে) বিকেল ৩টা পর্যন্ত উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিলর বাজারের বোর্ডবাজার (ধুতিচোরা) এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এরা হলেন- বোর্ডবাজার ঘাট এলাকার ধুতিচোরা গ্রামের এনছের আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪০), একই গ্রামের সাজু মিয়ার মেয়ে শান্তনা (১০) ও গিদারী গ্রামের আজিজার মুন্সির স্ত্রী ফিরোজা বেগম (৪০)।
এর আগে মঙ্গলবার (৭ মে) সকালে গিদারী ইউনিয়নের কাউন্সিলর বাজারের বোর্ডবাজার (ধুতিচোরা) এলাকায় অতিরিক্ত যাত্রী ওঠার কারণে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকে।
রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বাংলানিউজকে জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে।
গিদারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু বাংলানিউজকে জানান, নৌকায় অর্ধশত যাত্রী ছিল। যা ধারণক্ষমতার অনেক বেশি। এদের বেশির ভাগই ছিল শ্রমিক। তারা নদী পার হয়ে চরে যাচ্ছিলেন ভুট্টা ক্ষেতে কাজ করতে। নৌকাটি ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরই ডুবে যায়।
নৌকার বেশিরভাব যাত্রী সাঁতরে তীরে উঠলেও কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নিখোঁজের সংখ্যা পাঁচ জনের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৩টি মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
** গাইবান্ধায় নৌকা ডুবি: নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ৭, ২০১৯
আরএ