মঙ্গলবার (৭ মে) সকালে সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিলর বাজারের বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া রোকেয়া বোর্ডবাজার ঘাট এলাকার এনছের আলীর স্ত্রী।
দুপুরে বিষয়টি নিশ্চিত করে গিদারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু বাংলানিউজকে জানান, নৌকায় অর্ধশত যাত্রী ছিল। যা ধারণক্ষমতার অনেক বেশি। এদের বেশির ভাগই ছিল শ্রমিক। তারা নদী পার হয়ে চরে যাচ্ছিলেন ভুট্টা ক্ষেতে কাজ করতে। নৌকাটি ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরই ডুবে যায়।
নৌকার বেশিরভাব যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন কত জন তা নিশ্চিতভাবে বলা না। তবে নিখোঁজের সংখ্যা পাঁচ জনের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
আরএ