ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মে ৭, ২০১৯
খুলনায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ খুলনায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

খুলনা: পবিত্র রমজান উপলক্ষে খুলনায় হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) পৃথক দুই স্থানে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  

সকাল ১০টায় নগরের খালিশপুর তৈয়াবা মসজিদ মাঠে খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংকের উদ্যোগে দেড়শ পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, চিড়া, খেজুর, সেমাই ও চিনি।  

এ সময় হতদরিদ্রের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) এ এম কামরুল ইসলাম, বয়রা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফুন নাহার, খুলনা সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।  

এদিকে সকাল ১১টায় স্বাধীন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  
জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশীর আংটিহারায় স্বাধীন সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক পরিবারের মধ্যে চিড়া, খেজুর, ছোলা, চিনি, মুড়ি, সেমাই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  স্বাধীন সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবু সাঈদ খান, সাবেক মহিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহুরা করিম, ব্যবসায়ী ও সমাজসেবক  আব্দুস সালাম খান, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন কবির, সহ-সভাপতি জেনারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির ও সাইফুর রহমান, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য ওলিউল্ল্যাহ, আসাদুল, আহম্মাদ, সুমন, শিমুল, রহমান, শাহিনুর, রব্বানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা,  মে ০৭,  ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।