ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মইজু খান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, মে ৭, ২০১৯
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মইজু খান আর নেই

দিনাজপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি চিরকুমার মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন খান (মইজু খান) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সোমবার (৬ মে) দিবাগত গভীর রাতে দিনাজপুর শহরের মুন্সিপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

 

মোজাফ্ফর হোসেন খান দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।  

মঙ্গলবার (৭ মে)  দুপুর ২টায় শহরের একাডেমি (হাইস্কুল) মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের ফরিদপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।  

তার মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময় : ১৩১০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।