ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অস্ত্র-গুলি-মাদকসহ ১০ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, মে ৭, ২০১৯
অস্ত্র-গুলি-মাদকসহ ১০ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীতে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুত বিচারসহ ১০ মামলার আসামি সাজাহান ওরফে সাজুকে (৩০) একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ) পুলিশ।

গ্রেফতারকৃত শাজাহান রাজবাড়ী সদর উপজেলার ব্রিচাত্রা গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।
 
সোমবার (৬ মে) রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামাল হোসেন ভূইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার আইনসহ ১০ মামলার আসামি ও ৫টি মুলতবি ওয়ারেন্টের আসামি সাজাহান সাজুকে ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও ১৬০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এ ঘটনায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।