ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবগঞ্জে পিস্তলসহ যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, মে ৭, ২০১৯
শিবগঞ্জে পিস্তলসহ যুবক আটক  বাম থেকে আটক শরিফুল ও জব্দকৃত অস্ত্র। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ২টি পিস্তলসহ মো. শরিফুল ইসলাম (২৩) নামে এক অস্ত্র চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

সোমবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে  র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। শরিফুল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘী গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের একটি অভিযানিক দল জানতে পারে ভারত থেকে শিবগঞ্জ এর সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্র চোরাচালান করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। একপর্যায়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মুন্নাটোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৭.৬৫ মি.মি. ২টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউ.এস.এ), ২টি ম্যাগাজিনও ৬ রাউন্ড গুলিসহ অস্ত্র চোরাকারবারী শরিফুলকে আটক করে।  

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।