ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে পিকআপভ্যানের চাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, মে ৭, ২০১৯
মানিকগঞ্জে পিকআপভ্যানের চাপায় শ্রমিক নিহত

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের আকিজ ট্যোবাকো গেটের সামনে ঢাকামুখী একটি পিকআপভ্যানের চাপায় সোহেল (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  
সোহেল মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার আমেজ উদ্দিনের ছেলে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, সকালে কাজে যাওয়ার জন্য মহাসড়কের আকিজ ট্যোবাকোর গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন সোহেল। এসময় ঢাকামুখী একটি পিকআপভ্যান সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। পিকআপটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।