ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইডব্লিউএমজিএল’র বগুড়া প্রেস ইউনিটে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মে ৭, ২০১৯
ইডব্লিউএমজিএল’র বগুড়া প্রেস ইউনিটে দোয়া মাহফিল বগুড়া প্রেস ইউনিটে দোয়া মাহফিল, ছবি: বাংলানিউজ

বগুড়া: দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) বগুড়া প্রেস ইউনিটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় সোমবার (৬ মে) বাদ আছর শহরের দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় অবস্থিত বগুড়া প্রেস ইউনিটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, সদ্য নির্মিত বগুড়া প্রেস ইউনিট থেকে বাংলাদেশ প্রতিদিন, কালেরকণ্ঠ, ডেইলি সান’র প্রকাশনা কার্যক্রম চলবে।

প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো উত্তরাঞ্চলের ১৬ জেলা ছাড়াও খুলনা বিভাগে পাঠকের হাতে তুলে দেওয়া হবে।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালেরকণ্ঠ বগুড়া ব্যুারো প্রধান লিমন বাসার, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুস সালাম বাবু, বগুড়া স্পোর্টস রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ আলিম, প্রেস ইউনিটের কর্মকর্তা কারিম উল্লাহ, প্রকৌশলী শামসুজ্জামান, ফেরদৌস উসলাম, বিপ্লব হোসাইন, হাসিবুল বাশারসহ বগুড়া প্রেস ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এসময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন কালিবালা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম রংপুরী।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মে ৭, ২০১৯
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।