ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, মে ৭, ২০১৯
কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দৈনিক কালের কণ্ঠের কোটালীপাড়া প্রতিনিধি ও কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলুর ওপর হামলা হয়েছে। আহতাবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কুরপালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

হাসপাতালে ভর্তি আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু জানান, মাগরিবের নামাজের পর কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে মাদক সেবন করা নিয়ে কুরপালা গ্রামের সুলতান হোসেনের মাদকাসক্ত ছেলে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলুর সঙ্গে তার কথা কাটাকাটির ঘটনা ঘটে।

 

পরে রাত সাড়ে ৮টার দিকে ঘাঘর বাজার থেকে কুরপালা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মিজান। পথে মেহেদী হাসান ডাবলু ও তার ভাই অনামিকা ফকির তাদের বাড়ির কাছে একা পেয়ে মিজানের ওপর মোটরসাইকেলের চেইন দিয়ে এলাপাতাড়ি আঘাত করতে থাকে।

এতে মিজানের ডান হাত ও শরীরের বিভিন্ন স্থান ফুলে যায়। পিটিয়ে মারাত্মকভাবে আহত করার পর তারা গলায় চেইন দিয়ে প্যাঁচ দিয়ে মিজানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ডাবলু ও ফকির। মিজানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই দু’জন পালিয়ে যায়। এরপর মিজানকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অভিযুক্তরা মিজানের বাড়িতে গিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কোটালীপাড়া প্রেস ক্লাব, কাশিয়ানী প্রেস ক্লাব এবং গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের গ্রেফতার দাবি করেছেন।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে বলেন, ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।