ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৯ ঘণ্টা পর টঙ্গীর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, মে ৭, ২০১৯
৯ ঘণ্টা পর টঙ্গীর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝুট গুদামে আগুন জ্বলছে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: প্রায় ৯ ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় ২৯টি ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (৭ মে) সকালে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের দাউদ মিয়া, সেন্টু মিয়া, নূর ইসলাম, খলিল মিয়া, ও সেলিম মিয়াসহ আরও কয়েকজনের মালিকানাধীন ২৯টি টিনশেডের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় ৯ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওইসব ঝুট গুদাম ও ঝুট পুড়ে গেছে। ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।

** টঙ্গীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, মে ৭, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।