ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনি রাষ্ট্রপতির রমজানের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, মে ৭, ২০১৯
প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনি রাষ্ট্রপতির রমজানের শুভেচ্ছা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।

সোমবার (৬ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করে এ শুভেচ্ছা জানান মাহমুদ আব্বাস। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

শুভেচ্ছা জানানোর সময় বাংলাদেশের জনগণের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি।

বাংলাদেশ সরকারপ্রধানও রমজানের শুভেচ্ছা জানান মাহমুদ আব্বাসকে। একইসঙ্গে ফিলিস্তিনের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

অফিসিয়াল সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।