ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীসহ ৮ রাজনীতিবিদের ছবি বিকৃতি, গ্রেফতার ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, মে ৭, ২০১৯
প্রধানমন্ত্রীসহ ৮ রাজনীতিবিদের ছবি বিকৃতি, গ্রেফতার ২

পার্বতীপুর (দিনাজপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ‍সজীব ওয়াজেদ জয়সহ ৮ রাজনীতিবিদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ এবং মোবাইল ফোনে সংরক্ষণের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে ডিজিটাল প্রযুক্তি আইনে ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ মে) রাতে মামলাটি দায়ের করেন পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান।  

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোতালেব হোসেন (২৮) ও গোলাপ হোসেন (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পার্বতীপুরে মডেল থানা পুলিশ।



মোতালেব হোসেন পার্বতীপুর পৌর এলাকার নামাপাড়া মহল্লার আবদুল মজিদের ছেলে এবং পেশায় চোরাই জ্বালানি তেল কারবারি। গোলাপ হোসেন একই মহল্লার সামছুদ্দিনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা পার্বতীপুর মডেল থানার এসআই সাঈদ সোমবার (৬ মে) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেব হোসেনসহ তার ৫ সহযোগীর নামে মামলা করা হয়েছে।

অন্য যাদের ছবি বিকৃত করা হয়েছে তারা হলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, হাসানুল হক ইনু, তারানা হালিম, প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।