সোমবার (০৬ মে) দুপুরে জয়ন্তী নদীতে মাছ কিনতে গিয়ে নৌকা থেকে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
নান্নু চৌকিদার উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের আ. হামিদ চৌকিদারের ছেলে ও বেপারীরহাট বন্দরের ব্যবসায়ী।
ঘটনার পরপরই স্থানীয় জেলেরা নদীতে খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেন। বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সন্ধান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার বাংলানিউজকে বলেন, অসাবধানতাবশত নান্নু চৌকিদার নৌকা থেকে পড়ে যান। তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘন্টা, মে ০৬, ২০১৯
এমএস/একে