ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি, আরও বাড়বে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১১, মে ৭, ২০১৯
পঞ্চগড়ে তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি, আরও বাড়বে!

পঞ্চগড়: অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী'র পর দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে বেড়ে গেছে গরমের প্রভাব। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। সূর্যের প্রচণ্ড উত্তাপে ঝিমিয়ে পড়েছে জেলার কর্মজীবী মানুষের জীবনযাপন। রোদের তেজে মানুষজন ঘর থেকে বের হচ্ছে না।

আবহাওয়া অফিস বলছে, সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে গত দুই দিনের তুলনায় ১৪ মে পর্যন্ত গরমের তীব্রতা আরও বাড়তে পারে।

সরেজমিনে সোমবার (৬ মে) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সূর্যের প্রচণ্ড তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি অনেকেই। এতে করে ব্যস্ততম রাস্তাগুলো জনশূন্য থাকতে দেখা গেছে। অন্যদিকে খেটে খাওয়া দিনমজুরদের প্রচণ্ড তাপদাহের মধ্যেও কাজ করতে দেখা গেছে।  

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। একই দিনে সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন রেকর্ড হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে। তবে রাতে তাপমাত্রা কম থাকছে। ফণী যাওয়ার পর থেকে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এতে করে আগামী কয়েকদিনে একটা তীব্র গরম ভাব বিরাজ করবে। আগামী ১৪ মে’র পর বৃষ্টি হলে গরমের তাপমাত্রা অনেকটা কমে যাবে বলে এ কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।