ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাশিয়ায় প্লেন দুর্ঘটনায় হতাহতে মোমেনের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৪, মে ৬, ২০১৯
রাশিয়ায় প্লেন দুর্ঘটনায় হতাহতে মোমেনের শোক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ফটো)

ঢাকা: রাশিয়ায় প্লেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

সোমবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় হতাহতে আমরা গভীর শোকাহত।

এ হৃদয় বিদারক দুর্ঘটনায় অনেক মানুষ মূল্যবান জীবন হারিয়েছেন। আহত হয়েছেন অনেকেই। ক্ষতিগ্রস্তরা যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন, সেই কামনা করেন ড. মোমেন।  

রোববার (৫ মে) দিনগত রাতে রাশিয়ায় মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের পর রানওয়েতে যাত্রীবাহী প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অনেকেই।

প্লেনটি ৭৮ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে রাশিয়ার মস্কোর শেরিমেতভো বিমানবন্দর থেকে মুরমানস্কা অভিমুখে উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করে। এরপরই ‘এসইউ১৪৯২’ ফ্লাইটে আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ৫, ২০১৯
টিআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।