ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাওনা টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে আ’লীগ নেতার নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৬, মে ৬, ২০১৯
পাওনা টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে আ’লীগ নেতার নির্যাতন

বাগেরহাট: পাওনা টাকা আদায় করতে বাগেরহাটের শরণখোলায় ইসমাইল খান (৬০) নামে এক বৃদ্ধের পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বয়াতীর বিরুদ্ধে।

রোববার (০৫ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার (০৬ মে) বিকেলে পুলিশের অভিযান টের পেয়ে কামাল পালিয়ে যান।

নির্যাতিত ইসমাইল উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা।  

কামাল হোসেন বয়াতী ধানসাগর ইউনিয়নের ৪নং খাদা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানায়, কামালের সঙ্গে কাঠের ব্যবসা করতেন ইসমাইল। এক পর্যায়ে কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা হয় ইসমাইলের। পাওনা টাকা আদায়ে রোববার ইসমাইলকে ডেকে এনে মারধর করে শিকলে বেঁধে রাখে কামাল ও তার সহযোগীরা।

ইসমাইল বাংলানিউজকে বলেন, পাওনা টাকার মধ্যে সাত হাজার টাকা পরিশোধ করলেও আমাকে এ পর্যন্ত মুক্তি দেয়নি। আমার কাছ থেকে জোর করে কামাল সাদা কাগজে একাধিক স্বাক্ষর নিয়েছে।  

কামাল বয়াতী বাংলানিউজকে বলেন, চার-পাঁচ বছর আগে ইসমাইল আমার কাছ থেকে টাকা নেন। টাকা না দেওয়ায় আমি তাকে শিকল দিয়ে বেঁধেছিলাম। পরে আবার ছেড়েও দিয়েছি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বাংলানিউজকে বলেন, পুলিশের অভিযান টের পেয়ে কামাল ও তার লোকজন ইসমাইলকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আমরা ইসমাইলের কাছে সবকিছু শুনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।