ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিরাপদ সড়ক দিবসে সিলেটে র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, মে ৬, ২০১৯
নিরাপদ সড়ক দিবসে সিলেটে র‌্যালি র‌্যালি, ছবি: বাংলানিউজ

সিলেট: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‘জীবন বাঁচান, আওয়াজ তুলুন’ এ স্লোগানে সোমবার (৬ মে) দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয় থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।

এসময় সিলেট জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন- মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দিপন সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছিরুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেটের উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক মো. ডালিম উদ্দিন। এছাড়া প্রশাসন, সড়ক পরিবহন ও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নেতারা অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, সিলেটে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ৬, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।